National

৩ তালাক অসাংবিধানিক, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

মুসলিম মহিলাদের বহু দিনের ক্ষোভ এদিন আনন্দাশ্রু হয়ে ঝড়ে পড়ল। সুপ্রিম কোর্টের রায়ে অসাংবিধানিক আখ্যা পেল মুসলিম ৩ তালাক রীতি। আগামী ৬ মাসের জন্য ৩ তালাক অবৈধ বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট এদিন কেন্দ্র‌কে এ বিষয়ে আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে। কেন্দ্রের ৩ তালাককে অবৈধ ঘোষণা করে আইন প্রণয়নের সময় যাতে সমস্যা না হয় সেজন্য রাজনৈতিক দূরত্বকে সরিয়ে রেখে এই আইন প্রণয়নে সব রাজনৈতিক দলকে একজোট হওয়ারও পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।

শরিয়তি আইনে ৩ তালাকের মুসলিম ডিভোর্স প্রথাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করার বিরুদ্ধে ছিলেন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের ডিভিশন বেঞ্চের ২ জন। প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি এস আবদুল নাজির এর বিরোধিতা করলেও অন্য ৩ সদস্য পক্ষে রায় দেন। ফলে ৫ সদস্যের বেঞ্চে ৩-২ ভোটে ৩ তালাককে অবৈধ ঘোষণায় শিলমোহর পড়ে।


বিচারপতি উদয় ললিত, বিচারপতি কুরিয়েন জোসেফ ও বিচারপতি রোহিংটন ফলি নরিম্যান জানান, ইসলামীয় আইন কোরান থেকে সৃষ্টি। অথচ মুসলিম ধর্মগ্রন্থ কোরানেই ৩ তালাকের কোনও উল্লেখ নেই। এই যুক্তিকে সামনে রেখে ৩ তালাক প্রথাকে অবৈধ ঘোষণার পক্ষে সওয়াল করেন তাঁরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button