বুধবার এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ১৫ থেকে ১৮ বছরের মধ্যে বয়সী স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে পরিগণিত করা হবে। এতদিন ইন্ডিয়ান পিনাল কোডের নিয়মে ১৫ বছরের নিচে না হলে স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ হিসাবে পরিগণিত হত না। সেই নিয়মকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। এদিন সেই মামলার রায় দিতে গিয়েই সুপ্রিম কোর্ট আগের নিয়ম বদলে দিল।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, যৌন সম্পর্কে সম্মতি দানের বয়সই ১৮। সেক্ষেত্রে কী করে আইনে আবার বলা যেতে পারে ১৫ বছরের বেশি বয়সের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ নয়? এর মধ্যে স্ববিরোধিতা নজরে পড়েছে শীর্ষ আদালতের। এদিনের রায়ের ফলে আগামী দিনে ১৮ বছরের নিচের নাবালিকা স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে পারবে। সেক্ষেত্রে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হবে।