
তাঁরা কার্যত দানের জমি পেয়েছেন। জনগণের টাকায় অধিগৃহীত জমি ব্যবহার করছেন। সিঙ্গুর মামলায় এদিন টাটা মোটরসের আইনজীবীকে এই ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। জমি অধিগ্রহণে কৃষকস্বার্থ দেখা হয়নি বলেই জানিয়েছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, কর্পোরেট স্বার্থে জমি অধিগ্রহণ করা হয়েছে। মানা হয়নি অধিগ্রহণ আইন। কেবল টাটাদের জন্য আইন পরিবর্তিত হতে পারেনা বলেই জানিয়েছেন বিচারপতিরা। এ নিয়ে টাটাদের জবাবদিহিও তলব করেছেন তাঁরা। এদিকে শুনানির সময় আদালতের বক্তব্যে কিছুটা মেজাজ হারান টাটাদের আইনজীবী অভিষেক মনু সিংভি। মেজাজ হারিয়ে মামলাটিকে শীর্ষ আদালতের অন্য বেঞ্চে সরানোরও আর্জি জানান তিনি। যদিও যে বেঞ্চেই মামলাটি যাক না কেন সেখানেই তাঁদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে জানিয়ে দেন বিরক্ত আইনজীবীরা। পরে টাটাদের তরফে জানান হয় পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণেই তাঁরা সিঙ্গুরে আসেন। তার আগে ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ড সরকারও তাঁদের এই কারখানা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাঁদের বাড়তি সুবিধা দেওয়ায় তাঁরা সিঙ্গুরকে বেছে নেন। মামলাটির খোলা মনে শুনানিরও আর্জি জানান তাঁরা। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।