‘পদ্মাবতী’-র মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিনেমার শ্যুটিং শুরু হওয়া ইস্তক বিতর্কের কেন্দ্রবিন্দুতে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী। করণী সেনা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল পদ্মাবতীর মুক্তি নিয়ে বিরোধিতা করেছে।
পদ্মাবতী ইতিহাস বিকৃত সিনেমা নয়, একথা পরিচালক বারবার বললেও করণী সেনা তা মানতে নারাজ। বরং সুপ্রিম কোর্টের কাছে এই সিনেমার ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি যৌথ আবেদন জমা দেয় তারা। কিন্তু তাতেও কোনও লাভ হলনা। শুক্রবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে বলে, সেন্সর বোর্ড এখনও পর্যন্ত এই ছবির সার্টিফিকেট দেয়নি, তাই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবেনা।