আধার লিঙ্কের সময়সীমা বৃদ্ধি করা হবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। এদিন সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশে জানিয়ে দিল মোবাইল ফোন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সব ক্ষেত্রে আধার লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হল। মোবাইলের ক্ষেত্রে আদালত আগে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বর্ধিত করেছিল। সেটাই এদিন আরও বাড়াল শীর্ষ আদালত।
আধার আইনের সাংবিধানিক বৈধতা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল। তারই প্রেক্ষিতে আদালতে একটি মামলা শুরু হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে এদিন একটি অন্তর্বর্তী নির্দেশে আধার লিঙ্কের সময়সীমা বাড়ানোর কথা জানাল সুপ্রিম কোর্ট। আধারের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত প্রশ্নকে সামনে রেখে মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ জানুয়ারি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।