২০১৬-র নভেম্বরে কেন্দ্রের প্রস্তাব মেনে সুপ্রিম কোর্টই রায় দিয়েছিল সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করতে হবে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে কেন্দ্রও। সুপ্রিম কোর্টে তারা আবেদন জানায় সুপ্রিম কোর্ট তার আগের নির্দেশ একবার পুনর্বিবেচনা করে দেখুক। এরপর রায়কে পুনর্বিবেচনা করে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা থেকে সরে আসলে তাদের কোনও আপত্তি নেই বলে আগেই জানিয়ে দিয়েছিল কেন্দ্র।
জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক বলে ঘোষণার পরই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। খোদ সুপ্রিম কোর্টই কেন্দ্রকে প্রশ্ন করে কেন সকলকে নিজেদের দেশপ্রেমের প্রমাণ দিতে হবে? জাতীয় সঙ্গীত হচ্ছে বলে কাউকে কী শর্টস পরে সিনেমা হলে ঢুকতেও বাধা দেওয়া হবে? এই নীতি পুলিশগিরি কবে বন্ধ হবে সে প্রশ্নও তুলে দেয় শীর্ষ আদালত।
সবদিক থেকে প্রতিবাদ বিতর্কে অবশেষে অবস্থান বদল করে কেন্দ্র। তারা জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট চাইলে তাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেই পারে। তারপর এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রের প্রস্তাব মেনে জানিয়ে দিল সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক নয়।