পদ্মাবতের সারা দেশে মুক্তি নিয়ে সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল মধ্যপ্রদেশ ও রাজস্থান সরকার। এদিন তাদের সেই আবেদন নাকচ করে দিল শীর্ষ আদালত। উল্টে দুই রাজ্যকে আদালত নির্দেশ দিয়েছে তাদের রাজ্যেও পদ্মাবত দেখানো সুনিশ্চিত করতে। পদ্মাবত দেশের সব রাজ্যেই মুক্তি পাবে বলেও এদিন স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অবশ্যই এদিনের নির্দেশ পদ্মাবতের প্রযোজক, পরিচালক সহ পুরো টিমের জন্য স্বস্তির।
এর আগে সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়া সত্ত্বেও দেশের ৪টি রাজ্য পদ্মাবত প্রদর্শনে তাদের রাজ্যে নিষেধাজ্ঞা জারি করে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রযোজক সংস্থা ভায়াকম। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সারা দেশেই মুক্তি পাবে পদ্মাবত। কোথাও তা ব্যান করা যাবে না। বরং যদি কোনও রাজ্য মনে করে এই সিনেমা প্রকাশ পেলে তাদের রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, তবে সেই আইন শৃঙ্খলা রক্ষার সবরকম বন্দোবস্ত রাজ্যকেই করতে হবে। কিন্তু সিনেমা প্রদর্শন বন্ধ করা যাবে না। এ প্রসঙ্গে সংবিধানের মৌলিক অধিকারে বাক ও ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতার প্রসঙ্গও টেনে আনে শীর্ষ আদালত।
এদিন ফের একবার তাদের সেই পুরনো সিদ্ধান্তেই অনড় রইল শীর্ষ আদালত। আগামী ২৫ জানুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে পদ্মাবত। সেদিন কী ধরণের প্রতিরোধের খাঁড়া সিনেমা হল ও সিনেমাটি দেখতে যাওয়া মানুষজনের ওপর নেমে আসতে পারে সেই নিয়েই এখন বেশি চিন্তিত গোটা দেশ। সিনেমাটি কেমন হতে চলেছে সে মূল্যায়নের প্রশ্ন আপাতত শিকেয় উঠেছে।