
দোলাচলে ইতি। রাজ্যে মেডিক্যালে জয়েন্ট পরীক্ষা বাতিল করল সুপ্রিম কোর্ট। ফলে আগামী ১৭ মে রাজ্যে যে জয়েন্ট পরীক্ষা হতে চলেছে তাতে শুধু ইঞ্জিনিয়ারিং পড়তে চাওয়া পরীক্ষার্থীরাই বসতে পারবেন। মেডিক্যালে কেউ প্রবেশিকা দিতে চাইলে তাঁকে দেশ জুড়ে যে অভিন্ন মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তাতে বসে উত্তীর্ণ হতে হবে। ফলে ডাক্তারি পড়তে চাওয়া পরীক্ষার্থীদের অপেক্ষা করতে হবে ২৪ জুলাই পর্যন্ত। ওদিনই ডাক্তারিতে কেন্দ্রীয় প্রবেশিকা অনুষ্ঠিত হবে। শুধু সরকারি নয়, বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতেও একই নিয়ম প্রযোজ্য বলে জানিয়ে দিয়েছে আদালত। এদিনের সুপ্রিম নির্দেশে হতাশা পেয়ে বসেছে রাজ্যে মেডিক্যালে জয়েন্ট দিতে নিজেদের তৈরি করা প্রায় ৭৬ হাজার পরীক্ষার্থীকে। তবে যাঁরা গত ১ মে হয়ে যাওয়া প্রথম কেন্দ্রীয় প্রবেশিকায় ইতিমধ্যেই বসেছেন তাঁরা চাইলে ফের ২৪ তারিখ পরীক্ষায় বসতে পারবেন বলে আশ্বস্ত করেছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে প্রথম পরীক্ষাটি বাতিল বলে গণ্য হবে।