Entertainment

সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি প্রিয়ার

মাত্র ১৮ বছর বয়সেই প্রিয়া প্রকাশ বারিয়ার এখন স্টার। সৌজন্যে মালয়ালম ছবি ‘ওরু এদার লাভ’-এর ‘মাণিক্য মালারায়া পুভি’ গানের একটি দৃশ্য। সেই দৃশ্যে অষ্টাদশী অভিনেত্রীর মোহময়ী হাসি আর চাহনি ঘুম কেড়েছে কোটি কোটি যুবার। অনুরাগীদের মত অবশ্য ভাল করে এতদিন ঘুমাতে পারছিলেন না প্রিয়াও। এই বয়সেই যে তাঁর নামে অভিযোগ জমা পড়েছে থানায়! প্রিয়া ও তাঁর আসন্ন ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে সেই অভিযোগের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ‘ওরু এদার লাভ’-এর যে গানে নায়কের দিকে তাকিয়ে প্রিয়া চোখ মেরেছেন, সেই গানের কথা মুসলিম ভাবাবেগে আঘাত করেছে। এই অভিযোগ করে সেই গান ও ছবির প্রমোশন আটকাতে কয়েকটি মুসলিম গোষ্ঠী থানায় অভিযোগ দায়ের করে। ভ্যালেন্টাইনস ডে-র দিন হায়দরাবাদ পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে। সেই মামলার বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন ছবির নায়িকা প্রিয়া ও পরিচালক ওমর লুলু। বুধবার প্রিয়ার আবেদনে সদর্থক সাড়া দিল সুপ্রিম কোর্ট। প্রিয়া ও তাঁর টিমের বিরুদ্ধে আনা সমস্ত মামলায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছেন বিচারকরা। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কোনও রাজ্য এই গানটিকে কেন্দ্র করে প্রিয়ার বিরুদ্ধে কোনও পুলিশি ব্যবস্থা গ্রহণ করতে পারবেনা।

এদিকে যাকে সামনে রেখে এই ‘মাণিক্য মালারায়া পুভি’ গানটি, সেই প্রিয়া প্রকাশের দাবি, গানটি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। গানটিতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে কোনওরকম আঘাত করা হয়নি। গানটির কথা মালাবার অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের লোকগানের ছায়া অবলম্বনে লেখা। ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা গানটি ১৯৭৮ সালে লিখেছিলেন কবি পিএমএ জব্বর। সেই গান বিগত ৪০ বছর ধরে কেরালার মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। ‘মাণিক্য মালারায়া পুভি’ একটি শ্রুতিমধুর লোকপ্রিয় গান। শীর্ষ আদালতের বুধবারের এই রায় আপাতত স্বস্তির নিঃশ্বাস এনে দিল ‘ওরু এদার লাভ’ টিমের জন্য।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button