স্বেচ্ছামৃত্যু নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। শর্তসাপেক্ষে যে কেউ স্বেচ্ছামৃত্যু বরণ করতে পারেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ। সম্মানজনক মৃত্যু জীবনের অধিকার বলে এদিন জানিয়েছে শীর্ষ আদালত। তবে চাইলেই স্বেচ্ছামৃত্যু চাওয়া যাবে না। এরজন্য বেশ কিছু শর্ত প্রযোজ্য। সেগুলি গাইডলাইন আকারে আদালত স্থির করে দিয়েছে।
পাশাপাশি এ নিয়ে সরকারকে আইন তৈরির কথাও জানিয়েছে শীর্ষ আদালত। তবে যতদিন না আইন হচ্ছে ততদিন স্বেচ্ছামৃত্যুর আবেদন এলে আদালতের দেওয়া গাইডলাইন মেনেই সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। তবে সহজভাবে একটি শর্ত হল যদি চিকিৎসক বলেন যে স্বেচ্ছামৃত্যুর আবেদন আসা ব্যক্তির ক্ষেত্রে বাঁচার সামান্য সম্ভাবনাও নেই। তাঁকে কেবল লাইফ সাপোর্ট সিস্টেমে বাঁচিয়ে রাখা যেতে পারে। তেমন ক্ষেত্রে স্বেচ্ছামৃত্যুর আবেদন গৃহীত হতেই পারে।