National

হয় তাজমহলের রক্ষণাবেক্ষণ করুন, নয়তো ভেঙে ফেলুন, ক্ষোভ উগরে দিল সুপ্রিম কোর্ট

হয় তাজমহল বন্ধ করে দিন। নয়তো ভেঙে ফেলুন অথবা তার রক্ষণাবেক্ষণ করুন। এদিন প্রবল বিরক্তির সঙ্গেই কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে জানাল সুপ্রিম কোর্ট। তাজমহল যেখানে অবস্থিত সেই আগ্রার চারপাশে বিশাল এলাকা জুড়ে শিল্পাঞ্চল রয়েছে। যেখান থেকে বায়ু দূষণ হচ্ছে। যা দিনের পর দিন তাজমহলের ক্ষতি করছে। গত ৩০ বছরে তা আরও বেড়েছে। এই অবস্থায় তাজমহলকে বাঁচানো বা সঠিক রক্ষণাবেক্ষণের চেষ্টা সেই অর্থে হয়নি। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এ বিষয়ে উদাসীন। পাশাপাশি তাজমহলকে বাঁচানোর কোনও চেষ্টাই উত্তরপ্রদেশ সরকারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না বলেও ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।

তাজমহলের যথাযোগ্য দেখভাল নিয়ে প্রশ্ন তুলে একটি মামলার প্রেক্ষিতে এদিন বিরক্তি উগরে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতিরা এদিন বলেন, প্যারিসে আইফেল টাওয়ার দেখতে বিশ্বের কোণাকোণা থেকে পর্যটক সারা বছর সেখানে ভিড় জমান। কিন্তু আইফেল টাওয়ার তো অনেকটা টিভি টাওয়ারের মত দেখতে। তার চেয়ে তাজমহল অনেক বেশি সুন্দর। এই তাজমহলকে সামনে রেখে দেশে প্রচুর বিদেশি মুদ্রার আমদানি হতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন তাঁরা। আগামী ৩১ জুলাই থেকে প্রত্যেক দিন এই মামলার শুনানি হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button