National

এত ধনী হয়েও টাকা মেটাচ্ছেন না কেন? অবাক আদালত

Supreme Court of Indiaযাঁর এত টাকার সম্পত্তি! ৩৬ হাজার কোটি টাকা ‌যাঁর কাছে নস্যি সমান! সেই স্তরের একজন ধনী ব্যক্তি হয়েও কেন তিনি সামান্য কটা টাকা মেটাচ্ছেন না তা নিয়ে বিস্ময় প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সাহারাকর্তা সুব্রত রায়ের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি একটি মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে পেশ করেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। সেইসঙ্গে অনুরোধ করেন বিচারপতিরা যেন তাঁর মক্কেলের সম্পত্তির বিস্তারিত তথ্য সর্বসমক্ষে প্রকাশ না করেন। সবকিছু খতিয়ে দেখার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুর এবং দুই বিচারপতি এ আর দাভে ও এ কে সিকরির ডিভিশন বেঞ্চ কার্যতই বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, যে মানুষ এত ধনী তিনি মাত্র ৩৬ হাজার কোটির দেয় অর্থ না মিটিয়ে কেন দু’বছর ধরে গারদের পিছনে কাটাচ্ছেন? তাঁর যা সম্পত্তির পরিমাণ তা থেকে এই সামান্য টাকা মেটানোয় তাঁর সমস্যা কোথায়? মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করতে আপাতত এক মাসের প্যারোলে জেলের বাইরে রয়েছেন সাহারাকর্তা। সেই প্যারোলের সময়সীমা ছ’মাস পর্যন্ত বর্ধিত করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুব্রত রায়। সেই মামলার শুনানির সময়ই সুব্রত রায়ের সম্পত্তি খতিয়ে দেখে আদালত।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button