মহারাষ্ট্রে ভীমা কোরেগাঁওতে অশান্তি ছড়ানোর ঘটনায় ভারাভারা রাও সহ ৫ সমাজকর্মীকে গ্রেফতারের ঘটনাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় এদিন বড় ধাক্কা খেল পুনে পুলিশ। ভারাভারা রাওকে হায়দরাবাদ থেকে, ফরিদাবাদ থেকে সুধা ভরদ্বাজ, মুম্বই থেকে ভার্নন গঞ্জালভেজ ও অরুণ ফেরেরা এবং দিল্লি থেকে গৌতম নাভলাখাকে গত মঙ্গলবারই গ্রেফতার করে পুলিশ। তাঁদের সকলকেই পুনে নিয়ে যাওয়ার কথা। কিন্তু তার আগেই তাঁদের জেলে বন্দি করা যাবে না বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এঁদের বাড়িতেই থাকতে দিতে হবে। ৫ সমাজকর্মী গৃহবন্দি অবস্থায় আপাতত আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন। এই মামলার পরবর্তী শুনানি ওদিন। সেদিন পুলিশকে লিখিতভাবে জানাতে হবে কেন এঁদের গ্রেফতার করা হল।
এদিকে পুনে পুলিশের তরফে দাবি করা হয়েছে তাঁদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে যে এঁদের সঙ্গে মাওবাদী যোগ রয়েছে। এছাড়াও ভীমা কোরেগাঁওয়ের ঘটনায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুনে পুলিশ। এদিকে ৫ সমাজকর্মীকে গ্রেফতারের বিরুদ্ধে বুধবার পথে নামে রাজ্যের বেশ কয়েকটি সমাজকর্মী সংগঠন। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও করে তাঁরা।