সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি রঞ্জন গগৈ। বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রঞ্জন গগৈ হলেন সুপ্রিম কোর্টের ৪৬ তম প্রধান বিচারপতি। উত্তরপূর্ব ভারত থেকে তিনিই প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসলেন।
সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের গত সোমবারই ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শেষ দিন। রঞ্জন গগৈ আগামী ১৩ মাস ১৫ দিন প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন। আগামী ১৭ নভেম্বর ২০১৯ পর্যন্ত দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে কার্যভার সামলাবেন তিনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)