
উত্তরাখণ্ডের পর ফের সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজেপির। গত ১৫ ডিসেম্বরের প্রশাসনিক অবস্থানে অরুণাচল প্রদেশকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অরুণাচলের রাজ্যপালের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে ব্যাখ্যা করেছে শীর্ষ আদালত। ১৫ ডিসেম্বরের পরও রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল জ্যোতি প্রসাদ রাজখোয়া। পাশাপাশি সেখানে নবাম টুকির কংগ্রেস সরকারকে বেআইনি ঘোষণা করেছিলেন তিনি। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। এদিন সেই মামলায় সুপ্রিম কোর্টের রায়ের জেরে যা দাঁড়াল তার অর্থ হল উত্তরাখণ্ডের মতই অরুণাচলে ফের নিজেদের সরকার ফিরে পেল কংগ্রেস।