সিবিআই প্রধান অলোক বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত আগামী ২ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। এদিন এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন বা সিভিসি-কে এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে গঠিত ৩ বিচারপতির বেঞ্চ। অন্য ২ বিচারপতি হলেন বিচারপতি সঞ্জয় কৃষণ কউল ও বিচারপতি কেএম জোসেফ। এই তদন্ত প্রক্রিয়া চলবে অবসরপ্রাপ্ত বিচারপতি একে পট্টনায়েকের নজরদারিতে। ২ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে সেই তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে সিভিসিকে।
গত মঙ্গলবার রাতে সিবিআই কর্তা অলোক বর্মাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠায় কেন্দ্র। তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অলোক বর্মা। সেই আবেদনের শুনানি ছিল এদিন। শীর্ষ আদালত এদিন আরও জানিয়েছে, অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর পর তাঁর জায়গায় সিবিআই প্রধানের দায়িত্ব আপাতত দেওয়া হয় কে নাগেশ্বর রাওকে। অলোক বর্মা ছুটিতে থাকাকালীন তিনি এই দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়। এদিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই সময়ে কে নাগেশ্বর রাও সিবিআইয়ের দৈনন্দিন কাজকর্ম সামলাতে পারবেন, তবে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেননা। এমনকি তিনি চেয়ারে বসার পর যে বদলির নির্দেশ দিয়েছিলেন তাতেও এদিন কার্যত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করল। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, চেয়ারে বসার পর কে নাগেশ্বর রাও এখনও পর্যন্ত যা যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেইসব সিদ্ধান্ত একটি বন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। তাও দিতে হবে ১২ নভেম্বরের মধ্যে। ফলে এদিন সুপ্রিম নির্দেশের পর কে নাগেশ্বর রাও এখন নামসর্বস্ব সাক্ষীগোপালে পরিণত হলেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ নভেম্বর।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)