ক্রমশ ঠান্ডা পড়ছে। আর তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে বায়ু দূষণ। ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ ফেলার উপক্রম হয়েছে। ক্রমশ দূষণ মাত্রা শ্বাসযোগ্যতা হারাচ্ছে। দিল্লির এই বায়ু দূষণকে সংকটজনক, করুণ ও ভয়ানক বলে ব্যাখ্যা করল সুপ্রিম কোর্ট। আইনজীবী মদন বি লোকুরের নেতৃত্বে ৩ আইনজীবীর বেঞ্চ সোমবার প্রশ্ন তুলেছে, দিল্লির খেটে খাওয়া মানুষদের সামনে রেখে। সরকারি আইনজীবীর কাছে তাঁদের প্রশ্ন, শত শত মানুষকে রুটিরুজির জন্য দিনভর রাস্তায় কাজ করতে হয়। তাঁদের কী বলবেন? নিজেদের মেরে ফেলার জন্য এঁরা এই দূষণের মধ্যেই কাজ করুক?
এদিন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে কোনও পুরনো গাড়ি দিল্লি শহরের বুকে যেন না চলে। যেসব পুরনো গাড়ি দূষণ আইন মেনে রাস্তায় চলছে না, সেগুলিকে দেখামাত্র বাজেয়াপ্ত করার জন্য দিল্লির পরিবহণ দফতরকে নির্দেশ দিয়েছে আদালত।