National

সরলেন বিচারপতি ইউইউ ললিত, পিছিয়ে গেল অযোধ্যা মামলা

ফের পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি। বিচারপতি ইউইউ ললিতে সরে যাওয়ার জেরে এদিন শুরুতেই বন্ধ হয়ে যায় যাবতীয় শুনানি। ফের এই বিষয়ে নতুন সাংবিধানিক বেঞ্চ গঠন হবে আগামী ২৯ জানুয়ারি। বৃহস্পতিবার গোটা দেশ চেয়েছিল সুপ্রিম কোর্টের দিকে। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুনানিতে বসে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি এসএ বোবড়ে, বিচারপতি এনভি রমন, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আলোচনা শুরুর পরই মুসলিম আবেদনকারীর পক্ষে দাঁড়ানো আইনজীবী রাজীব ধবন জানান, বিচারপতি ইউইউ ললিত ১৯৯৭ সালে আইনজীবী হিসাবে বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্কের একটি বিষয়ে তৎকালীন উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী কল্যাণ সিংয়ের হয়ে আদালতে লড়েন। পাশাপাশি তিনি এও জানান, তিনি এই তথ্য কেবল আদালতের গোচরে আনলেন মাত্র। সাংবিধানিক বেঞ্চে বিচারপতি ইউইউ ললিতের থাকা নিয়ে তাঁর কোনও আপত্তি নেই।

এই তথ্য উত্থাপনের পরই বিষয়টিকে সামনে রেখে সাংবিধানিক বেঞ্চ থেকে সরে দাঁড়ান ইউইউ ললিত। ফলে সমস্যার সৃষ্টি হয়। এদিনের মত মুলতুবি হয়ে যায় অযোধ্যা মামলা। আগামী ২৯ জানুয়ারি নতুন সাংবিধানিক বেঞ্চ গড়ে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ফলে পিছিয়ে যায় মামলা।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button