নিয়ম থাকতেই পারে। কিন্তু তার জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা যায়না। মহারাষ্ট্রে ডান্স বার নিয়ে মহারাষ্ট্র সরকারের কড়া নিয়ম ও ডান্স বারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে এমনই জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি একে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণকে নিয়ে গঠিত বেঞ্চ এদিন কার্যত মহারাষ্ট্র সরকার ডান্স বারের ওপর নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে শিথিল করল। ২০০৫ সালের পর কোনও ডান্স বারে অনুমতি দেয়নি মহারাষ্ট্র সরকার। এ নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ডান্স বারে কাজ করে সংসার চালানো নর্তকীদের সংগঠন। সেই মামলায় এদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা। সুপ্রিম কোর্ট এদিন কার্যত তাদের পক্ষেই রায় দিয়েছে। তবে সঙ্গে রয়েছে সতর্কতাও। ডান্স বারে কী করা যাবে আর কী করা যাবেনা তা এদিন পরিস্কার করে দিয়েছে শীর্ষ আদালত।
আদালত জানিয়েছে, ডান্স বারে কেউ গিয়ে আর টাকা ওড়াতে পারবেন না। তবে নাচ দেখে খুশি হলে টিপস দিতে পারেন যে কেউ। ডান্স বারে সিসিটিভি বাধ্যতামূলক বলে জানিয়েছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু শীর্ষ আদালত জানাল ডান্স বারে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারেনা। এখানে ব্যক্তিগত গোপনীয়তার প্রসঙ্গটি রয়েছে। মহারাষ্ট্র সরকার জানিয়েছিল শিক্ষাঙ্গন, হাসপাতাল বা কোনও ধর্মীয় জায়গার ১ কিলোমিটারের মধ্যে কোনও ডান্স বার হতে পারবেনা। তাও এদিন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ডান্স বারে কোনও রকম অশ্লীলতা নিয়ে মহারাষ্ট্র সরকারের নিয়মকে মান্যতা দিয়েছে আদালত। সুপ্রিম নির্দেশে এদিন খুশি ব্যক্ত করেছেন ডান্স বার মালিক থেকে ডান্স বারে কর্মরত নর্তকীরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)