National

রাজীব কুমারকে গ্রেফতার করা যাবেনা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সারদা কাণ্ডের তদন্তে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবেনা সিবিআই। অন্যদিকে এই তদন্তে রাজীব কুমারকেও সিবিআইকে সহযোগিতা করতে হবে। সিবিআইয়ের সামনে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। মঙ্গলবার একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই মামলা শোনে। সিবিআইয়ের পক্ষে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল। অন্যদিকে রাজ্যের তরফে মামলা লড়েন অভিষেক মনু সিংভি।

রাজীব কুমার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে অভিষেক মনু সিংভি দাবি করেন রাজীব কুমারকে অহেতুক হয়রানির চেষ্টা করছে সিবিআই। ২ পক্ষের সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাজীব কুমারকে সিবিআইয়ের তদন্তে সহযোগিতা করতে হবে। সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে। তবে তাঁকে সিবিআই গ্রেফতার করতে পারবেনা। পাশাপাশি রাজ্যে বা দিল্লিতে নয় অন্য কোথাও রাজীব কুমার সিবিআইয়ের মুখোমুখি হতে চান বলে যে আর্জি সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল তাতে শিলমোহর দিয়ে আদালত জানিয়ে দেয় রাজীব কুমার শিলং-এ সিবিআইয়ের মুখোমুখি হতে পারেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ২০ ফেব্রুয়ারি।


Rajeev Kumar
ফাইল : রাজীব কুমার, ছবি – আইএএনএস

গত রবিবার সিবিআই আধিকারিকদের আটক করা সংক্রান্ত প্রশ্নে সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্যসচিব, ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারের জবাব তলব করেছে। সেই জবাবে সন্তুষ্ট না হলে এঁদের সশরীরে সুপ্রিম কোর্টের হাজিরার নির্দেশ দিতে পারে আদালত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button