
বিসিসিআই নিয়ে লোধা কমিটির প্রায় সব সুপারিশই মেনে নিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে লোধা কমিটির সুপারিশ মেনে আগামী দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনও মন্ত্রী থাকতে পারবেন না। থাকতে পারবেন না কোনও সরকারি আধিকারিকও। এছাড়া ৭০ বছরের বেশি বয়স্ক কোনও ব্যক্তিকে বোর্ডের সদস্য হিসাবে রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এবার থেকে প্রতিটি রাজ্য থেকে একটি মাত্র ভোটই গ্রাহ্য হবে। যেসব রাজ্যে একাধিক ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে তাদের রোটেশন পদ্ধতিতে ভোটাধিকার মিলবে বলে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৬ মাসের মধ্যে এইসব নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট মহলের ধারণা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বিসিসিআইতে রাজনৈতিক হস্তক্ষেপ অনেকটাই হ্রাস পাবে।