প্রতিরক্ষামন্ত্রক থেকে রাফাল নথি চুরি হয়ে গেছে। দেখা হচ্ছে প্রাক্তন কর্মীরা একাজ করেছেন, নাকি বর্তমানে কর্মরত কারও কাজ এটা। তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার রাফাল মামলায় সুপ্রিম কোর্টের সামনে এমনই জানালেন অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল। যেসব নথি সংবাদমাধ্যমে উঠে এসেছিল বা যেসব নথি আবেদনকারীরা প্রমাণ হিসাবে সামনে এনেছিলেন সেসব নথি চুরি গেছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিষাণ কল ও বিচারপতি কেএম জোসেফের বেঞ্চের সামনে অ্যাটর্নি জেনারেল জানান এই চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আদালত তাঁকে জানায়, প্রতিরক্ষামন্ত্রক থেকে এই রাফাল নথি চুরি নিয়ে কখন কী পদক্ষেপ করা হচ্ছে তার প্রতিটি পদক্ষেপ সম্বন্ধে আদালতকে অবগত করতে হবে সরকারকে।
রাফাল চুক্তি নিয়ে সরগরম অবস্থা। দেশ জুড়ে বিরোধীরা রাফাল চুক্তিকে হাতিয়ার করে সরকারকে আক্রমণ করছে। এই অবস্থায় প্রতিরক্ষামন্ত্রক থেকে রাফাল নথি চুরি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ এক বিষয় তা মেনে নিচ্ছে সংশ্লিষ্ট মহল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)