রাম জন্মভূমি-বাবরি মসজিদ সম্পর্কিত বিবাদের মীমাংসায় মধ্যস্থতায় ভরসা রাখল সুপ্রিম কোর্ট। অযোধ্যা বিতর্কের নিষ্পত্তিতে ৩ সদস্যের কমিটি গড়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এই ৩ সদস্য অযোধ্যা মামলার সব পক্ষের সঙ্গে কথা বলে মধ্যস্থতার মধ্যে দিয়ে সমাধানসূত্র খুঁজে বার করবে। যা হবে সম্পূর্ণ গোপনে। ৮ সপ্তাহে এই পুরো মধ্যস্থতার কাজ সম্পূর্ণ করে রিপোর্ট জমা দেবে ৩ সদস্যের কমিটি। এদিন এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
৩ সদস্যের যে কমিটি শীর্ষ আদালত গড়ে দিয়েছে তার নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ফকির মহম্মদ ইব্রাহিম খলিফুল্লা। অন্য ২ জনের একজন হলেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পাঞ্চু। এই ৩ জন সব পক্ষের সঙ্গে কথা বলে মধ্যস্থতার মাধ্যমে সমাধানসূত্র বার করবেন। পুরোটাই হবে অত্যন্ত গোপনে। এই মধ্যস্থতার কাজ চলাকালীন এর কোনও রিপোর্ট সংবাদমাধ্যমের সামনে আনা যাবে না বা সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
মধ্যস্থতার কাজ হবে অযোধ্যার কাছেই ফৈজাবাদে। এজন্য সেখানে যাবতীয় বন্দোবস্ত করবে উত্তরপ্রদেশ সরকার। রুদ্ধদ্বারে হবে মধ্যস্থতার কাজ। পুরো প্রক্রিয়া ক্যামেরায় বন্দি করা হবে। আপাতত এই মধ্যস্থতার মধ্যে দিয়ে কী বার হয় সেদিকেই চেয়ে থাকবে গোটা দেশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)