‘চৌকিদার চোর হ্যায়’-এর মত রাজনৈতিক স্লোগানকে সুপ্রিম কোর্টের মন্তব্য বলে ইতিমধ্যেই বেকায়দায় পড়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেজন্য হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। জানিয়েছেন, নির্বাচনী প্রচারে ব্যবহৃত মন্তব্যের সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশকে গুলিয়ে ফেলা তাঁর উচিত হয়নি। এজন্য তিনি ক্ষমা প্রার্থী। যদিও রাহুল গান্ধীর এই ক্ষমা চেয়ে নেওয়ার পরও বিষয়টি মিটে যায়নি। মঙ্গলবার রাহুল গান্ধীকে অপরাধমূলক অবমাননার নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
আমেঠির সভায় রাহুল বলেছিলেন রাফাল ইস্যুতে প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টও চোর বলেছে। রাহুলের এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন এক বিজেপি সাংসদ। সেই মামলায় রাহুল হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টের কাছে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। তারপর এদিন তাঁকে অপরাধমূলক অবমাননার নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে দেশের শীর্ষ আদালত সম্বন্ধে এমন বেফাঁস মন্তব্যের জেরে ভোটের মধ্যে যথেষ্ট বেকায়দায় পড়লেন কংগ্রেস সভাপতি।
এদিকে রাহুল গান্ধীকে এই সমস্যা থেকে বাঁচাতে কংগ্রেসের তরফে অভিষেক মনু সিংভি ইতিমধ্যেই বোঝানোর চেষ্টা করেছেন চৌকিদার চোর হ্যায় নেহাতই একটি রাজনৈতিক স্লোগান। সুপ্রিম কোর্টের কাছে এ নিয়ে দল বিস্তারিতভাবে বুঝিয়ে চিঠি দিয়েছে। দরকারে আরও সবিস্তারে কংগ্রেস এ বিষয়ে জানাতে প্রস্তুত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)