রাহুল গান্ধী একজন ব্রিটিশ নাগরিক। এই দাবিকে সামনে রেখে সোচ্চার হয়েছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রককেও জানান। স্বরাষ্ট্রমন্ত্রক রাহুল গান্ধীর নামে গত ২৯ এপ্রিল একটি নোটিস ইস্যু করে। তাঁর নাগরিকত্ব নিয়ে বিশদে জানানোর জন্য ১৫ দিনের সময় বেঁধে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরই ২ সমাজসেবী সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন যে স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিসকে সামনে রেখে রাহুল গান্ধীর লোকসভা নির্বাচনে প্রার্থীপদ বাতিলের দাবি করা হোক। সেই আবেদনকে বৃহস্পতিবার নাকচ করে দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে তৈরি বেঞ্চ এদিন সাফ জানিয়ে দেয়, কোনও একটি সংস্থা তাদের কোনও ফর্মে রাহুল গান্ধীকে ব্রিটিশ নাগরিক বলে চিহ্নিত করলেই কি তিনি ব্রিটিশ নাগরিক হয়ে যাবেন? প্রশ্নটি সামনে রেখে আবেদন নাকচ করে দেয় বেঞ্চ।
এর আগে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দাবি করেছিলেন রাহুল গান্ধী তাদের সংস্থায় অন্যতম ডিরেক্টর ও সেক্রেটারি হিসাবে ছিলেন বলে জানিয়েছিল ব্রিটিশ সংস্থা ব্যাকপস লিমিটেড। ২০০৩ সাল থেকে সংস্থাটি ব্রিটেনে নথিভুক্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা