রাফাল মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এদিন সাফ জানিয়ে দিয়েছে এই রায়ের কোনও পুনর্বিবেচনার দরকার নেই। রাফাল মামলায় কেন্দ্র তথ্য লুকোচ্ছে বলে দাবি করে মামলার পুনর্বিবেচনার দাবি করেছিল কংগ্রেস। এই রায় বার হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসকে তোপ দেগেছেন। জানিয়েছেন ফের একবার কেন্দ্রের স্বচ্ছ ভাবমূর্তি প্রমাণিত হল। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন এজন্য কংগ্রেসের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।
বিজেপি যখন সুপ্রিম রায়ে স্বস্তিতে। সেখানে কংগ্রেস এই রায়ের পর কিছুটা চাপে পড়েছে। কিন্তু এই হারেও কংগ্রেস জয় খুঁজে পেয়েছে। রাহুল গান্ধী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় রাফাল চুক্তি নিয়ে তদন্তের রাস্তা খুলে দিল। আর পরিস্কার করে বোঝাতে কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেন, সুপ্রিম কোর্ট তার রায় জানিয়ে দিয়েছে। সেইসঙ্গে এটাও পরিস্কার করেছে যে এই মামলাকে কোনও নিরপেক্ষ তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করানো যায়।
রাফাল মামলা নিয়ে জল অনেকদূর গড়ায়। সেই তদন্তে আপাতত ইতি পড়ল বলেই মনে করা হচ্ছে। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রচারের অন্যতম হাতিয়ার ছিল রাফাল চুক্তিতে দুর্নীতি। কংগ্রেস দাবি করে রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে। আর তা বিজেপি দেশবাসীকে জানাচ্ছে না। এদিকে কিছুদিন আগে রাফাল যুদ্ধবিমানের প্রথম বিমানটি হাতে পেয়েছে ভারত। ফ্রান্সের দাসোঁ সংস্থা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে সেটি তুলে দেয়। রাজনাথ সিং তাতে ৪০ মিনিট ওড়েনও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা