আগেই সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চেয়েছেন রাহুল গান্ধী। সেই ক্ষমা প্রার্থনাকে মেনে নিয়েও এদিন রাহুল গান্ধীকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। লোকসভার প্রচার চলাকালীন রাহুল গান্ধী বারবার প্রধানমন্ত্রীকে টার্গেট করে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান দেন। বিভিন্ন জনসভায় তাঁর গলায় এই কথা শোনা গিয়েছিল। প্রধানমন্ত্রীর নাম না করেও এভাবে তাঁকে সম্বোধন করা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা গড়ায়। সেখানে রাহুল গান্ধী আদালতের কাছে তাঁর এই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন।
রাহুল গান্ধী ক্ষমা চাওয়ায় তাঁর সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে আগামী দিনে কোনও কিছু বলার আগে যেন রাহুল গান্ধী সতর্ক থাকেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এদিন এই মামলায় রাহুলকে অব্যাহতি দেয়। ক্ষমা চাওয়ায় অব্যাহতি পান রাহুল।
সুপ্রিম কোর্ট সতর্ক করে রাহুল গান্ধীকে ছেড়ে দিলেও এদিন কড়া ভাষায় আক্রমণ হেনেছে বিজেপি। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, রাহুল গান্ধীর রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হওয়ার পর তাঁর দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। প্রসঙ্গত রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ পুনর্বিবেচনার জন্য কংগ্রেসের আর্জি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে দিনটা যে কংগ্রেসের জন্য খুব ভাল গেলনা তা বলাই বাহুল্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা