আইপিএল খেলবেন না, দেশে ফিরে এলেন সুরেশ রায়না
চেন্নাই সুপার কিংস শিবিরে পরপর ধাক্কা। দলের তারকা ক্রিকেটার তথা বড় ভরসা সুরেশ রায়না দেশে ফিরে এলেন।
নয়াদিল্লি : চেন্নাই সুপার কিংস-এর ১২ জন সদস্যের করোনা ধরার পড়ার পর গোটা দলটাই আইসোলেশনে চলে গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে খেলতে পৌঁছনোর কদিনের মধ্যেই এটা ছিল বড় ধাক্কা। তার ওপর নতুন এক ধাক্কা খেল ধোনির বাহিনী। দলের অন্যতম ভরসা সুরেশ রায়না আইপিএল খেলবেন না জানিয়ে দিয়ে দেশে ফিরে এলেন। এভাবে আইপিএল শুরুর আগে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েও সুরেশ রায়নার রণে ভঙ্গ দেওয়ার কারণ খুঁজছেন অনেকেই।
সুরেশ রায়না অবশ্য ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিয়েছেন দল থেকে। তিনি দেশেও ফিরে এসেছেন। দলের ১২ সদস্যের করোনা ধরা পর পরই তাঁর এই সিদ্ধান্ত। যদিও ব্যক্তিগত কারণ কী তাও স্পষ্ট হয়নি। সুরেশ যে দেশে ফিরে এসেছেন, তিনি যে আইপিএল খেলবেন না তা সিএসকে কর্তৃপক্ষ ট্যুইট করে জানিয়ে দিয়েছে। তারা এও জানিয়েছে তারা সুরেশ রায়না ও তার পরিবারের পাশে রয়েছে।
সুরেশ রায়নার অনুপস্থিতি কিন্তু চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। সংযুক্ত আরব আমিরশাহীতে ৩টি মাঠে খেলা হবে। প্রথম দিনেই গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে মাঠে নামছে চেন্নাই। দর্শকহীন মাঠেই খেলা হবে। খেলা দেখার একমাত্র ভরসা টিভির পর্দা বা ইন্টারনেট।
চেন্নাইতে ক্যাম্প চলাকালীনই সিএসকে-র ১২ জন করোনার শিকার হন বলে মনে করা হচ্ছে। এমনিতেই তামিলনাড়ুতে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তারমধ্যে সেখানেই চেন্নাইতে ক্যাম্প হয়েছে। যে ক্যাম্পে যোগ দিয়েছিলেন দলের উজ্জ্বলতম তারকা তথা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। সেই দলের ১২ জন সদস্যের করোনা আইপিএল-এর অন্য দলগুলোকেও চিন্তায় রাখছে।
যা জানা যাচ্ছে, যাঁদের করোনা ধরা পড়েছে তাঁদের একদম আলাদা করে দেওয়া হয়েছে। তাঁদের ১৫ দিন পর ফের করোনা পরীক্ষা হবে। ততদিন আইসোলেশনেই থাকবেন তাঁরা। সেই করোনা পরীক্ষায় যদি নেগেটিভ ধরাও পড়েন তাহলেও হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরই তাঁদের মাঠে নামতে দেওয়া হবে। গত ২১ অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহীতে পা রাখার আগে সিএসকে এমন একটি মাত্র দল ছিল যারা ভারতে তাদের অনুশীলনের জন্য ক্যাম্প করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা