সাধারণ মানুষের টাকায় সুশান্তের বায়োপিক, তোড়জোড় শুরু
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই ঝকঝকে অভিনেতার অকাল প্রয়াণের পর এবার তোড়জোড় শুরু হল তাঁর বায়োপিকের।
মুম্বই : সুশান্ত সিং রাজপুতের বায়োপিক তৈরি হবে। তার তোড়জোড় শুরুও হয়েছে। তবে এই সিনেমা কোনও প্রযোজক নির্মাণ করবেননা। কোনও প্রযোজনা সংস্থার অর্থে তৈরি হবে না বায়োপিক। তৈরি হবে সাধারণ মানুষের দেওয়া অর্থে। সাধারণ মানুষের থেকে টাকা তুলে এই সিনেমা বানাতে চান পরিচালক নিখিল আনন্দ। এজন্য এই বায়োপিক নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পেজও তৈরি করা হচ্ছে। দেশে করোনা পরিস্থিতির একটু উন্নতি হলেই শুরু হবে শ্যুটিং। তার আগে চলছে ক্যামেরার পিছনের কাজকর্ম।
পরিচালক জানিয়েছেন, সুশান্তের মৃত্যু বেদনার। সুশান্ত শুধু ভাল অভিনেতাই ছিলেননা, একজন বুদ্ধিমান মানুষ ছিলেন। ভাল মানুষ ছিলেন। সুশান্তের বায়োপিক তাঁর প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য হবে। সেইসঙ্গে সুশান্তকে চিরদিন অমর করে রাখবে এই বায়োপিক। বায়োপিক তৈরির সময় সুশান্তের জীবনের খুঁটিনাটিতে যাতে ভুল না থাকে সেজন্য তিনি সুশান্তের পরিবার, আত্মীয়, বন্ধুদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন নিখিল।
নিখিল আনন্দের আশা আগামী দিনে বলিউডে স্বজনপোষণ কমবে। প্রতিভারা আরও বেশি করে সুযোগ পাবেন কাজ করার। ২০২২ সালে এই সিনেমা পর্দায় আনার লক্ষ্য স্থির করেছেন পরিচালক। ছবিটি দেশজুড়ে তো মুক্তি পাবেই, সেইসঙ্গে নিখিল আনন্দ চাইছেন যদি সম্ভব হয় তাহলে সুশান্তের বায়োপিকের বিশ্বজুড়ে পর্দায় আত্মপ্রকাশ ঘটাতে। যাতে তা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা