স্ক্রিপ্ট না পড়েই সিনেমায় সই করে দিয়েছিলেন সুশান্ত
স্ক্রিপ্ট না পড়েই সিনেমায় সই করে দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। খোলসা করলেন পরিচালক।
মুম্বই : কোনও প্রতিষ্ঠিত অভিনেতা, অভিনেত্রী যখন কোনও সিনেমায় সই করেন, তার আগে সিনেমার গল্প শোনেন। স্ক্রিপ্ট পড়েন। তারপর সব খতিয়ে দেখার পরই সিনেমাটি করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। অনেক সময় স্ক্রিপ্ট পছন্দ না হলে সিনেমা করতে রাজি হন না। ফিরিয়ে দেন অফার। এটাই স্বাভাবিক। এটাই দস্তুর। কিন্তু সুশান্ত তা ভেঙেছিলেন। স্ক্রিপ্ট না পড়েই একটি সিনেমায় সই করেন তিনি।
সুশান্তের স্ক্রিপ্ট না পড়েই একটি সিনেমায় সই করার বিষয়টি সুশান্তের মৃত্যুর পর সামনে আনলেন তাঁর পরিচালক বন্ধু মুকেশ ছাবড়া। মুকেশ ছিলেন বলিউডে সুশান্তের পরম বন্ধু। মুকেশ যখন কাস্টিং ডিরেক্টর হিসাবে কাজ করছেন আর নিজে একটি সিনেমা পরিচালনা করার স্বপ্ন দেখছেন তখনই তাঁকে বন্ধু হিসাবে একটা কথা দিয়েছিলেন সুশান্ত। মুকেশের ডেবিউ সিনেমায় তিনি অভিনয় করবেন।
মুকেশ জানিয়েছেন, অবশেষে যখন তিনি নিজের একটি সিনেমা তৈরির সুযোগ পেলেন তখন তাঁর ডেবিউ ডিরেক্টোরাল ফিল্ম দিল বেচারা-য় অভিনয়ের কথা সুশান্তকে বলেন। স্ক্রিপ্টও পড়েননি সুশান্ত। বন্ধুকে দেওয়া কথা রেখেছিলেন চোখ বুজে। সই করেছিলেন সিনেমায়। মুকেশ আরও জানান, কোনও দৃশ্যকে যদি আরও ভাল করার সুযোগ আছে বলে সুশান্তের মনে হত, তিনি তখনই মুকেশকে সেকথা বলতেন। ২ জনে তারপর একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতেন। প্রসঙ্গত জুলাই ২৪-এ ডিজনি-হটস্টারে প্রকাশ পাচ্ছে ‘দিল বেচারা’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা