বিহার সরকারের আবেদনে সাড়া, সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তে রাজি কেন্দ্র
বিহার সরকারের আবেদনে সাড়া দিল কেন্দ্র। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সিবিআই তদন্তে সায় দিল কেন্দ্র।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। এই দাবি সুশান্তের মৃত্যুর পর থেকেই উঠছিল। কিন্তু মহারাষ্ট্র সরকার তাতে একেবারেই রাজি ছিলনা। বরং তারা মহারাষ্ট্র পুলিশের তদন্তকেই মান্যতা দিতে চাইছিল। বিহার পুলিশ সুশান্তের বাবার দায়ের করা অভিযোগের তদন্ত করতে গেলে তাদেরও আটকায় মহারাষ্ট্র পুলিশ। এক্তিয়ার নিয়েও প্রশ্ন ওঠে। তারপরই বিজেপির শরিক নীতীশ কুমারের বিহার সরকার কেন্দ্রের কাছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জি জানিয়ে হাজির হয়। যা এবার মেনে নিল কেন্দ্র।
কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বুধবার সুপ্রিম কোর্টকে জানান, কেন্দ্র সুশান্তের মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়ে করাতে রাজি। প্রসঙ্গত বিহারে সুশান্তের মৃত্যু নিয়ে মানুষের মধ্যে প্রবল ভাবাবেগ রয়েছে। যাকে হয়তো বিধানসভা নির্বাচনের আগে মান্যতা দিল ক্ষমতাসীন জেডিইউ এবং বিজেপি।
সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষীকেশ রায় মুম্বই পুলিশকেও নির্দেশ দেন যে তারা এই মামলায় এতদিন পর্যন্ত যা এগিয়েছে তার বিস্তারিত তথ্য আদালতে পেশ করতে। এদিকে মহারাষ্ট্র সরকারের আইনজীবী শীর্ষ আদালতে জানান তাঁরা সিবিআই তদন্তের বিরোধিতা করছেন। তাঁরা রাজি নন। মুম্বই পুলিশ এই তদন্তভার সামলাতে সমর্থ বলেও আদালতে জানান তিনি। অন্যদিকে বিহার পুলিশের আইপিএস আধিকারিক বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টিন থেকে ছাড়া হবে না বলে ফের একবার স্পষ্ট করে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।
সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়ায় কেন্দ্রের সবুজ সংকেতের পর সুশান্তের দিদি জানিয়েছেন এবার হয়তো তাঁর ভাই সুবিচার পাবেন। অন্যদিকে সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে লেখেন, সেই মুহুর্তটা অবশেষে হাজির হল যে মুহুর্তটার জন্য সকলে অপেক্ষা করছিলেন।
এদিকে এরমধ্যেই বিহার পুলিশের দায়ের করা মামলায় বিহার পুলিশের প্রশ্নের মুখে পড়া থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন নাকচ করে দেয়। ফলে এবার বিহার পুলিশ অনেক সহজেই রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাবে। সব মিলিয়ে সিবিআই তদন্তে কেন্দ্রের সবুজ সংকেত কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের পুরো চেহারাই বদলে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা