এক প্রতিভাবান অভিনেতা বড় তাড়াতাড়ি চলে গেলেন, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে বলিউড সহ গোটা দেশেই শোকের ছায়া। তরুণ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি : সুশান্ত সিং রাজপুত। এক তরুণ প্রতিভাবান অভিনেতা বড় তাড়াতাড়ি চলে গেলেন। টিভি ও সিনেমায় তিনি নিজের দারুণ কাজ করছিলেন। বিনোদন জগতে তাঁর উত্থান অনেক মানুষকে উৎসাহিত করেছে। অনেক মনে রাখার মত অভিনয় তিনি পিছনে ছেড়ে গেলেন। তাঁর মৃত্যুতে মর্মাহত। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এভাবেই ট্যুইট করে শোক ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুশান্তের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও শোক ব্যক্ত করেছেন। রবিশঙ্কর প্রসাদ লিখেছেন তাঁর পাটনার ছেলে ছিলেন সুশান্ত। অভিনেতার মৃত্যুতে শোক ব্যক্ত করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী লিখেছেন, অত্যন্ত প্রতিভাবান সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দুর্ভাগ্যজনক খবরটা শুনে মর্মাহত ও দুঃখিত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।
সিনেমা থেকে খেলা, এমন কোনও ক্ষেত্র নেই যেখান থেকে সুশান্ত সিংয়ের মৃত্যুতে শোকবার্তা আসেনি। শাহরুখ খান, হৃতিক রোশন, অক্ষয় কুমার, সইফ আলি খান, কিয়ারা আডবাণী, অনুষ্কা শর্মা, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ, করণ জোহর, অভিষেক বচ্চন সহ অনেকে শোক ব্যক্ত করে ট্যুইট করেন। রবিবার তাঁর বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা