
রিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার আশা ছাড়ছেন না অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার। আদালতে নিরাশ হওয়ার পর এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে উদ্যোগ নিলেন তিনি। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করেছেন তিনি। গত শনিবারই ভারতের স্কুল গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুশীল। আগামী ২০২০ পর্যন্ত এই পদে থাকবেন তিনি। এই পদ পাওয়ার পরই এদিন ফের রিও অলিম্পিকে ভারতের হয়ে ৭৪ কেজি বিভাগে প্রতিনিধিত্ব করার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন সুশীল। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার দাবি নিয়ম মেনেই সুশীল কুমারের জায়গায় এবার ৭৪ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নরসিংহ যাদবের নাম ঘোষণা করেছে তারা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সুশীল। কিন্তু হাইকোর্টও জানিয়ে দেয় ফেডারেশনের নিয়ম নেমেই নরসিংহ যাদবকে নির্বাচিত করা হয়েছে। দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর বেশ কিছুদিন চুপ ছিলেন সুশীল কুমার। এবার ফের নড়েচড়ে বসলেন তিনি। এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন ভারতের অলিম্পিক পদকজয়ী এই কুস্তিগির।