৩ বছর পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনালি প্রত্যাবর্তন সুশীল কুমারের। কুস্তির আখড়ায় সোনা জিতে বিশ্বের দরবারে ভারতীয়দের মুখ স্বর্ণোজ্জ্বল করলেন লড়াকু সুশীল। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত রবিবার স্বর্ণপদক জিতলেন তিনি। ৭৪ কেজি ফ্রি স্টাইল পুরুষ বিভাগে উল্টোদিকে ছিলেন নিউজিল্যান্ডের কঠিন প্রতিপক্ষ আকাশ খুল্লার। তবে আকাশকে নিয়ে রবিবার কার্যত ছেলেখেলায় মেতে ওঠেন আত্মবিশ্বাসে ভরপুর সুশীল।
প্রথম থেকেই তাঁর আক্রমণাত্মক মেজাজে দিশেহারা হয়ে পড়েন আকাশ। ৬-০ ব্যবধানে কমনওয়েলথ প্রতিযোগিতায় এই নিয়ে পঞ্চমবারের জন্য খেতাব জয় করলেন ভারতীয় কুস্তির রাজপুত্র। এর আগে ২০১৪ সালে গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ কুস্তি প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন সুশীল। এবারেও সোনা জয়ের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত সুশীল তাঁর পদক উৎসর্গ করেছেন তাঁর গুরু ও দেশবাসীর উদ্দেশ্যে। সুশীলের সঙ্গে আরেক ভারতীয় পরভিন রাণা একই বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। — ছবি – সৌজন্যে – ট্যুইটার