গ্রেফতার অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার
ভারতের হয়ে অলিম্পিক থেকে ২ বার পদক জিতে এনেছেন তিনি। সেই সুশীল কুমারকে গ্রেফতার করল পুলিশ। বেশ কিছুদিন ধরেই লুকিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
গ্রেফতার হলেন অলিম্পিক পদকজয়ী ভারতীয় কুস্তিগির সুশীল কুমার। তাঁকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিল পুলিশ। অবশেষে রবিবার তাঁকে গ্রেফতার করতে সমর্থ হয় তারা।
জলন্ধরের কাছ থেকে সুশীল কুমারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সুশীল কুমারের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এদিন সুশীল কুমারের সঙ্গে এই হত্যাকাণ্ডে তাঁর সহযোগী বলে অভিযুক্ত অজয় কুমারকেও গ্রেফতার করেছে পুলিশ।
ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলা কুস্তিগির সাগর ধনকরকে হত্যার অভিযোগে সুশীল ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্জাবের ছত্রসাল স্টেডিয়ামে একটি ঝগড়া মারামারির ঘটনার পর মৃত্যু হয় সাগরের। এই মৃত্যুর ঘটনায় নাম জড়ায় সুশীলের।
গত ১৮ মে সুশীল অন্তর্বর্তী জামিনের জন্য আদালতে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন না মঞ্জুর করে আদালত। তারপরেও তাঁর নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে রবিবার সুশীলকে ধরতে সমর্থ হল দিল্লি পুলিশের একটি দল।
মে মাসের ৪ তারিখ থেকেই তিনি বেপাত্তা ছিলেন। সুশীল কুমারের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণাও করে দিল্লি পুলিশ। লুকআউট নোটিসও জারি হয় তাঁর বিরুদ্ধে। দিল্লি আদালত সুশীলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করে।
প্রসঙ্গত কুস্তিতে পুরুষদের ৬৬ কেজি বিভাগে ২০০৮ সালে বেজিং অলিম্পিক গেমস থেকে ব্রোঞ্জ পদক ও ২০১২ সালে লন্ডন অলিম্পিক গেমস থেকে রূপোর পদক জয় করেন সুশীল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা