Business

শেষ ২ বছরে এফডিআই ৩.৬৯ লক্ষ কোটি : সুষমা

ভারতে শেষ ২ বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ৫৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩ দশমিক ৬৯ লক্ষ কোটি টাকা। এনডিএ সরকারের সাফল্য বর্ণনা করতে গিয়ে রবিবার এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি সরকারের অন্যতম লক্ষ্য বলে দাবি করেন তিনি। সেই লক্ষ্যে এখনও পর্যন্ত ১৪০টি দেশের সঙ্গে সম্পর্কের উন্নতিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এরমধ্যে এশিয়া প্যাসিফিকের দ্বীপরাষ্ট্র, আফ্রিকার অনেকগুলি দেশ এবং গালফ রাষ্ট্রগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির ৬টিতেই সফর করেছেন। কথা বলেছেন সেখানকার রাষ্ট্রপ্রধান থেকে শিল্পপতিদের সঙ্গে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে লাগাতার সম্পর্ক উন্নতির এই চেষ্টার ফলেই ভারতে শেষ ২ বছরে এই বিপুল অঙ্কের এফডিআই ঢোকা সম্ভব হয়েছে বলে এদিন দাবি করেন বিদেশমন্ত্রী। এদিকে ভারত দক্ষিণ চিন সাগর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বলে এদিন মন্তব্য করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, সিওলে এনএসজি বৈঠকের কথা মাথায় রেখে চিনকে সন্তুষ্ট রাখতেই এদিন দক্ষিণ চিন সাগর সমস্যা নিয়ে ভারতের নরম অবস্থানের কথা খোলাখুলি জানানোর চেষ্টা করেছেন বিদেশমন্ত্রী। এটাকে চিনের জন্য বার্তা বলেই মনে করছেন তাঁরা। এদিন নন-অ্যালায়েনমেন্ট আন্দোলন থেকে শুরু করে বিশ্ব পরিবেশ আন্দোলন, সবকিছুতেই ভারতের প্রত্যক্ষ অংশগ্রহণের কথা তুলে ধরেন সুষমা স্বরাজ।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button