দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশের সম্মেলন। তাতে যোগ দিতেই শনিবার দক্ষিণ আফ্রিকা উড়ে যান ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতীয় বায়ুসেনার বিমানেই উড়ে যাচ্ছিলেন তিনি। মালদ্বীপ পার করার পর বিমানটির সঙ্গে মরিশাস এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। মধ্য আকাশে থাকা বিমানটির সঙ্গে কোনও যোগাযোগই তৈরি করতে পারছিল না মরিশাস এটিসি। এদিকে মালে এটিসির এলাকা ছেড়ে ততক্ষণে বিমানটি বার হয়ে গেছে। যা মরিশাস প্রশাসনের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। কারণ যে বিমানের সঙ্গে তাঁরা যোগাযোগ তৈরি করতে পারছিলেন না সেটিতে সুষমা স্বরাজের মত ভিআইপি রয়েছেন।
নিয়ম হল এভাবে মাঝ আকাশে থাকা কোনও বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে ৩০ মিনিট ধরে সবরকম চেষ্টা চলে যোগাযোগ ফিরিয়ে আনার। সেই সময়ের মধ্যে যোগাযোগ না হলে তখন ত্রিস্তরীয় সতর্কতার প্রথম ধাপের সতর্কতা জারি করে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে ভিআইপি থাকায় মাত্র ১০ মিনিট পরই মরিশাস এটিসি সেই সতর্কবার্তা জারি করে দেয়। যদিও ১৪ মিনিট পর তাদের সঙ্গে ফের বিমানটির যোগাযোগ তৈরি হয়। এরপর নিশ্চিন্তেই মরিশাসে নামে সুষমা স্বরাজের বিমান। তবে ঠিক কেন এমন ঘটল তা এখনও জানানো হয়নি।