ইসলামাবাদে বসছে দক্ষিণ এশিয় দেশগুলিকে নিয়ে তৈরি সার্ক-এর সম্মেলন। এই সম্মেলনে ভারত কী আদৌ অংশ নেবে? এই প্রশ্ন বারবার উঠছিল। অবশেষে বুধবার সে বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি এদিন সাফ জানিয়ে দিয়েছেন, ভারত সার্ক সম্মেলনে যোগ দিচ্ছে না। ইসলামাবাদ আগে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করুক। ভারতে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া বন্ধ করুক। তারপর যা কথা হওয়ার হবে। তার আগে কোনও আলোচনা নয়। সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারেনা।
গত মঙ্গলবারই সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানায় পাকিস্তান। এদিন কিন্তু বিদেশমন্ত্রী পরিস্কার করে দিলেন সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছেনা ভারত। প্রসঙ্গত ২০১৬ সালেও পাকিস্তানে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত সেই সম্মেলনে যোগ দেবেনা বলে জানিয়ে দেয়। ভারতের সুরে সুর মিলিয়ে পরে বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানও জানিয়ে দেয় যে তারাও যোগ দিচ্ছেনা সার্ক সম্মেলনে। ফলে সে বছর ভেস্তে যায় সার্ক সম্মেলনই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)