দিল্লিতে সফদরজঙ্গ লেনের ৮ নম্বর বাড়িটি দীর্ঘদিন ধরেই প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির প্রথমসারির নেত্রী সুষমা স্বরাজের বলে পরিচিত। সকলেই জানতেন ৮ নম্বর সফদরজঙ্গ লেন মানেই সুষমা স্বরাজের বাসস্থান। এতদিনের সেই বাসস্থান ছেড়ে দিলেন সুষমা। সরকারি বাসভবন। তাই সেই বাড়ি ধরে রাখেননি তিনি। তিনি যে বাড়ি ছাড়লেন তা ট্যুইট করে জানিয়ে দিয়েছেন সুষমা স্বরাজ। তাই আগামী দিনে ওই ঠিকানায় এবং ফোন নম্বরে তাঁকে আর পাওয়া যাবেনা।
প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বিজেপির বর্ষীয়ান নেতাদের মধ্যে পড়েন। লোকসভায় তিনি মধ্যপ্রদেশের বিদিশা আসন থেকে জিতে আসেন। ওটা সুষমা স্বরাজের আসন বলেই পরিচিত। কিন্তু এবার লোকসভা নির্বাচনে লড়বেন না বলে সাফ জানিয়ে দেন। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মন্ত্রী থাকাকালীনও তাঁর চিকিৎসা চলছিল। বেশ কিছুদিন কাজও করতে পারেননি। তারপরই এবার ভোটের আগে তিনি জানিয়ে দেন তিনি আর ভোটে লড়বেন না।
ভোটে না লড়ায় তিনি এখন না সাংসদ, না মন্ত্রী। ফলে তিনি সরকারি বাসভবনে থাকার অধিকার হারিয়েছেন। ফলে ভোট শেষের মোটামুটি একমাস বাদেই তিনি তাঁর সরকারি বাসভবন ছেড়ে দিলেন নিয়ম মেনে। বিদেশমন্ত্রী হিসাবে প্রথম মোদী মন্ত্রিসভায় তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন। বিদেশে সমস্যায় পড়া ভারতীয়দের জন্য তাঁকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখেছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা