চারিদিক থেকে ভেসে আসছে মন্ত্রোচ্চারণ। সামনে গঙ্গা বয়ে চলেছে নিজের মত করে। সেই পুণ্যতোয়া গঙ্গায় বিসর্জন দেওয়া হল সুষমা স্বরাজের চিতাভস্ম। এক ভারাক্রান্ত পরিবেশের মধ্যেই বৃহস্পতিবার চিতাভস্ম গঙ্গায় ভাসিয়ে দেন তাঁর মেয়ে বাঁসুরী। সঙ্গে ছিলেন সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশল। ছিলেন মেরঠ-হাপুরের সাংসদ রাজেন্দ্র আগরওয়াল। এছাড়াও ছিলেন অনেক বিজেপি নেতা।
গত বুধবার বিকেলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। তারপর তাঁর চিতাভস্ম নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশের হাপুরে। সেখানেই ব্রজঘাটে গঙ্গার জলে এদিন চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়। চিতাভস্ম বিসর্জনের সময় সমস্বরে চলে বৈদিক মন্ত্রোচ্চারণ। গঙ্গার জলে মিশে যেতে থাকে দেশের অন্যতম এক নেত্রীর চিতাভস্ম।
হাপুরে এদিন চিতাভস্ম বিসর্জনের আগে সেখানকার পূর্তদফতরের গেস্ট হাউসে একটি বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সেখান থেকে চিতাভস্ম নৌকায় করে নিয়ে আসা হয় ব্রজঘাটে। সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী থাকাকালীন সবচেয়ে বেশি করে মানুষের কাছে আসেন। তাঁদের সমস্যায় পাশে দাঁড়াতে থাকেন। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৬৭ বছরের এই নেত্রীর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা