
যারা সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের একঘরে করা উচিত। সন্ত্রাসকে মদত দেওয়া কয়েকটি দেশের শখে পরিণত হয়েছে। এদিন রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই আক্রমণ শানালেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের নাম না করেই সুষমা বলেন, কারা সন্ত্রাসবাদকে অস্ত্র যোগাচ্ছে, টাকা যোগাচ্ছে? কারা সন্ত্রাসবাদকে নির্মূল করতে আগ্রহী নয়? কারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে? রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছিলেন, ভারত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে। এদিন নওয়াজের সেই সওয়ালের জবাবে সুষমা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। বালুচিস্তানে পাক সরকার কী করছে তা নিয়ে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন সুষমা। তিনি বলেন, ভারত বন্ধুত্ব চেয়েছিল, কিন্তু তার বদলে ফেরত দেওয়া হয়েছে উরি-পাঠানকোট। সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন করে। মানবাধিকারের সবচেয়ে বড় শত্রু সন্ত্রাস। সেই সন্ত্রাসকে মদত দেওয়া হচ্ছে। এদিন পাকিস্তানের সব স্বপ্নে জল ঢেলে সুষমা ফের একবার সাফ করে দিয়েছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখা এবার বন্ধ করুক পাকিস্তান।