বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউ-তে রাখা হয়। আপাতত সেখানেই রয়েছেন তিনি। সূত্রের খবর, ৪ সদস্যের একটি চিকিৎসক দল এদিন তাঁর অস্ত্রোপচার করেন। সকাল ৯ টায় শুরু হয়ে অস্ত্রোপচার শেষ হয় দুপুর আড়াইটেয়। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। গত ৭ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তাহে ৩ দিন করে তাঁর ডায়ালিসিস করতে হচ্ছিল। এদিকে সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন করতে হবে এখবর জানার পর অনেকেই তাঁকে নিজের একটি কিডনি দান করে আগ্রহ দেখান। তাঁদের মধ্যে থেকেই একজনের কিডনি এদিন সুষমার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। ৬৪ বছরের সুষমা স্বরাজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসেও আক্রান্ত।