রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দজির প্রয়াণ তাঁর ব্যক্তিগত ক্ষতি। জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে তিনি তাঁর সঙ্গে কাটিয়েছিলেন। এদিন ট্যুইট করে এভাবেই শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর তরফ থেকে একটি পুষ্পস্তবক পাঠানো হয় বেলুড়মঠে। যেখানে স্বামী আত্মস্থানন্দজি মহারাজের দেহ শায়িত রয়েছে সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য পুষ্পস্তবকটি রাখা হয়। এদিকে গতরাত থেকে ভক্তের ঢল নামা সকালেও ছিল অব্যাহত। বরং লাইন আরও দীর্ঘ হয়েছে। সকলের হাতেই ছিল ফুল, ফুলের মালা। একটি করে ফোটা পদ্ম নিয়ে দীর্ঘক্ষণ লাইন দিয়ে মহারাজকে শেষ শ্রদ্ধা জানান ভক্তরা। আসেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। স্বামী আত্মস্থানন্দজির প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি বলেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার সারাদিনই ভক্তরা শেষশ্রদ্ধা জানাতে পারবেন। রাত ৯টায় দেহ নিয়ে বেলুড়মঠের সব মন্দির পরিক্রমা করা হবে। তারপর যে বাড়িতে স্বামী আত্মস্থানন্দজি থাকতেন সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানেই রাজ্য সরকারের তরফে গান স্যালুট দেওয়া হবে। তারপর রাত সাড়ে ৯টায় গঙ্গার ধারে শেষকৃত্য হবে স্বামী আত্মস্থানন্দজির। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্টের শেষকৃত্যের জন্যই গঙ্গার ধারের এই জায়গা সংরক্ষিত। সেখানে এদিন সকাল থেকেই শুরু হয় তোড়জোড়ের কাজ।