রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৫৬ তম আবির্ভাব দিবস। এদিন সকালে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে মঙ্গলারতি হয়। একটি শোভাযাত্রাও বার করা হয়। ভোর থেকেই সিমলা স্ট্রিটের বাড়িতে ভক্তদের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি। এদিন এই উপলক্ষে বিধান সরণিতে যান চলাচলও নিয়ন্ত্রিত হয়।
একইভাবে মানুষের ঢল নামে বেলুড় মঠে। মঠ চত্বরে ছাত্র যুবদের উপস্থিতি ছিল দেখার মতন। যুব সমাজকে তাঁর আদর্শে অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন স্বামীজি। যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এদিন গোটা বেলুড় মঠ চত্বর ভরে উঠেছিল রংবাহারি ফুলে। ভোর থেকেই মিঠে রোদ গায়ে মেখে মানুষের ঢল নামে এখানে। মন্ত্রোচ্চারণ, আরতিতে স্বামীজিকে স্মরণ করেন সকলে।
রাজ্যের বিভিন্ন কোণাতেও এদিন পালিত হয়েছে স্বামীজির জন্মদিবস। স্বামীজির আদর্শ তুলে ধরে নতুন প্রজন্মকে তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে বিভিন্ন জায়গায় আলোচনা সভার আয়োজন করা হয়। স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে এদিন তাঁকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।