বহু ঝড়ঝাপটা পেরিয়ে মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’। ছবিতে সঞ্জয় লীলা বনশালি রানি পদ্মাবতীর বীরত্বের ইতিহাসকে বিকৃত করেছেন। এই অভিযোগে ছবির মুক্তি আটকাতে যথাসাধ্য চেষ্টা করেছিল করণী সেনা। সেই চেষ্টা ব্যর্থ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ ও সেন্সর বোর্ডের ছাড়পত্রে। সারা দেশে রমরমিয়ে চলছে ‘পদ্মাবত’। তবু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা পরিচালক সঞ্জয়ের। ‘পদ্মাবত’-এ মেয়েদের ‘যোনিসর্বস্ব’ করে দেখানো হয়েছে। এমন দাবিতে ‘বোমা’ ফাটিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ‘যোনি’-র শুচিতা হারালে জহরব্রত বা আত্মহত্যার পথ বেছে নিতে হবে। ছবির শেষ দৃশ্যের এই ‘বার্তা’-কে কিছুতেই সমর্থন করতে পারেননি তিনি।
‘পদ্মাবত’-এর শেষ দৃশ্যে দেখানো হয়েছে রাজপুত রমণীদের নিয়ে রানি পদ্মাবতীর ‘জহরব্রত’ পালনের দৃশ্য। আলাউদ্দিন খিলজি ও তাঁর বাহিনীর হাতে সম্ভ্রম হারানোর ভয়ে আত্মাহুতি দিয়েছিলেন রানি পদ্মাবতী। ইতিহাসেও ‘জহরব্রত’-এর সেই গাথাই লিপিবদ্ধ আছে। ছবির এই দৃশ্যেই আপত্তি ‘রাঞ্ঝনা’-র অভিনেত্রীর। একজন ধর্ষিতা মহিলার বাঁচার অধিকার রয়েছে বলে ‘পদ্মাবত’-এর পরিচালককে একহাত নেন স্বরা। স্বরার সমালোচনার পাল্টা জবাব অবশ্য দিতে দেখা যায়নি সঞ্জয় লীলা বনশালিকে। তবে চুপ করে বসে থাকেননি বাকিরা। ‘আনারকলি অফ আরা’ ছবিতে এক নর্তকীর ভূমিকায় সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন স্বরা ভাস্কর। নিজে দেহপসারিণীর ভূমিকায় অভিনয় করেছেন। অথচ সেই স্বরারই ‘পদ্মাবত’ দেখে কিনা নিজেকে ‘যোনি সর্বস্ব’ বলে মনে হল? এই ভাষাতে অভিনেত্রীকে কটাক্ষ করেছেন কেউ কেউ।
সঞ্জয় লীলা বনশালি ‘গুজারিশ’ ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন স্বরাকে। সেই রাগই কি তিনি পরিচালকের অহেতুক সমালোচনার মধ্য দিয়ে উগড়ে দিলেন? সেই খোঁচাও দিয়েছেন অনেকে। সঞ্জয়ের উর্ধ্বে উঠে স্বরার বিশেষজ্ঞ হয়ে ওঠা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। দক্ষ অভিনেত্রী হিসেবে স্বরা ভাস্কর বলিউডের পরিচিত মুখ। কিন্তু নায়িকা হিসেবে এখনও সেভাবে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি তিনি। তাই ‘লাইমলাইট’-এ আসতেই কি পদ্মাবতকে সামনে রেখে সঞ্জয় লীলা বনশালির মতো খ্যাতনামা পরিচালককে সমালোচনার পথ বেছে নিলেন স্বরা ভাস্কর? সেই সম্ভাবনারই গন্ধ পাচ্ছেন সঞ্জয়ের অনুরাগীরা। এই সব সমালোচনা যদিও দমাতে পারেনি স্বরাকে। ২৪৪০ শব্দের চিঠি লিখেছিলেন তিনি। তার মধ্যে ‘যোনি’ শব্দটাই নেটিজেনদের আলোচনার কেন্দ্র হয়ে উঠতে দেখে পাল্টা বিস্ময় প্রকাশ করেছেন স্বরা ভাস্কর।