সমুদ্রের তলায় অনন্য প্রাপ্তি, উদ্ধার শতাধিক ১৭৫ বছর পুরনো শ্যাম্পেন
সমুদ্রের তলায় যে কি কি লুকিয়ে আছে তা কারও জানা নেই। তবে কিছু কিছু পাওয়া যায়। যেমন পাওয়া গেল ১৭৫ বছর পুরনো শ্যাম্পেনের শতাধিক বোতল।
সবকটি বোতল মুখ বন্ধ। একেবারে সিল করা। মানে সেগুলি নতুন। নতুন কিন্তু ১৭৫ বছর পুরনো। ১৭৫ বছর আগে সেগুলির মুখ যে সিল করা হয়েছিল, তা আজও সিল অবস্থাতেই রয়েছে। যা আবার রয়েছে জলের অনেক তলায়।
বাল্টিক সাগরের বুকে ভেসে চলা একটি মাছ ধরার নৌকা থেকে ২ জন জলে ঝাঁপ দেন। তাঁদের মনে হয়েছিল সেখানে কিছু পাওয়া যেতে পারে। তাঁরা পোল্যান্ডের একটি বেসরকারি সংস্থার তরফ থেকে জলের তলায় নতুন কিছু খুঁজে বেড়ানোর কাজ করেন।
এঁরা জলের তলায় পৌঁছে দেখেন একটি ভাঙা জাহাজ পড়ে আছে। সমুদ্রের তলদেশে এমন বহু জাহাজেরই সন্ধান পাওয়া যায়। তাঁরা সেই জাহাজের মধ্যে থেকে শতাধিক নতুন শ্যাম্পেনের বোতল ছাড়াও পান পোর্সেলিনের জিনিসপত্র।
সুইডেনের অদূরে ২ ঘণ্টা ধরে বাল্টিক সাগরের তলায় ভাঙা জাহাজের আনাচকানাচ খুঁজে তাঁরা আরও অনেক জিনিসপত্র পান। তাঁদের ধারনা এ জাহাজ ছিল সে সময়ের রাজকীয় সম্পত্তি।
প্রেস বিজ্ঞপ্তি জারি করে এটাও জানানো হয় যে ওই জাহাজের মধ্যে থেকে অনেক মিনারেল ওয়াটারের বোতলও উদ্ধার হয়েছে। সব মিলিয়ে যে বিপুল জিনিসপত্র ওই ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার হয়েছে তা ওই ডুবুরিদেরও অবাক করেছে।
তাঁদের ১ জনের দাবি, তিনি প্রায় ৪০ বছর ধরে এভাবে জলের তলায় খুঁজে বেড়ানোর কাজ করেন। কিন্তু এত সম্পত্তি একটি ডুবে যাওয়া জাহাজ থেকে এর আগে তিনি কখনও পাননি।