ছোটদের জন্য ভিডিও গেম ভীষণ উপকারি, কেন বলছেন গবেষকেরা
অনেক অভিভাবকের অভিযোগ থাকে যে তাঁদের সন্তান ভিডিও গেমে আসক্ত। কিন্তু তা যে কতটা উপকারি তা জানাল একটি নতুন গবেষণা। কেন, তাও জানিয়েছেন গবেষকেরা।
আগে তো ছিলই। গত ২ বছরে আরও বেড়েছে ছোটদের ভিডিও গেম খেলার প্রবণতা। বহু অভিভাবকেরই অভিযোগ যে তাঁদের সন্তান ভিডিও গেমে আসক্ত। দিনের অনেকটা সময় তারা ভিডিও গেম খেলছে।
তাঁদের মতে এটা একটা কুঅভ্যাস আর তা থেকে সন্তানকে বার করে আনা জরুরি। কিন্তু সেকথা মানতে নারাজ একটি সাম্প্রতিক গবেষণা।
গবেষকেরা ১৮০ ডিগ্রি উল্টো মত পোষণ করেছেন। তাঁরা জানাচ্ছেন ছোটদের ভিডিও গেম খেলা ভাল। আর যারা বেশি সময় ভিডিও গেম খেলছে তাদের জন্য তো আরও ভাল।
সুইডেনের কারোলিন্সকা ইন্সটিটিউটের গবেষকেরা দাবি করেছেন, তাঁরা গবেষণা করে দেখেছেন যে পড়ুয়ারা সারাদিনের একটা অংশ ভিডিও গেমের পিছনে ব্যয় করে তারা অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়। তাদের আইকিউ অন্যদের চেয়ে বেশি হয়। ফলে ভিডিও গেম ছোটদের বুদ্ধির বিকাশের জন্য ভাল।
ভিডিও গেম শারীরিক সমস্যার সৃষ্টি করছে। কারণ তা টানা বসে খেলা হয়। ছোটদের কায়িক পরিশ্রম হয়না। এছাড়া পড়ার সময় অনেকটাই নষ্ট হচ্ছে। অনেক অভিভাবকের দাবি, এতে তাঁদের ছেলেমেয়ের স্কুলের পড়াশোনার ওপরও প্রভাব পড়ছে।
গবেষকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁদের গবেষণায় তাঁরা এদিকগুলি খতিয়ে দেখেননি। তাই এসব ক্ষেত্রে কোনও কুপ্রভাব পড়ছে কিনা তা তাঁরা বলতে পারবেননা। কিন্তু ভিডিও গেমে বুদ্ধির বিকাশ হয় এ বিষয়ে তাঁরা নিশ্চিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা