বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে কোন দেশের, অবাক হবেন নাম জানলে
বিশ্বে এমন অনেক দেশই রয়েছে যার আশপাশ দ্বীপে ভরা। তবে বিশ্বের সবচেয়ে বেশি দ্বীপ যে রাষ্ট্রের রয়েছে তার নাম শুনলে একটু অবাকই হবেন সকলে।

বিশ্বে সমুদ্রের ধারের অনেক রাষ্ট্রই এমন রয়েছে যেখানে অনেক দ্বীপ রয়েছে। ছোট বড় মিলিয়ে সে সংখ্যা নেহাত কম নয়। ভারতেরই আন্দামান ও নিকোবরে প্রচুর দ্বীপ রয়েছে। তার চেয়ে অনেক বেশি রয়েছে ইন্দোনেশিয়ায়।
জাপানে অনেক দ্বীপ রয়েছে। অস্ট্রেলিয়া, ফিলিপিন্স থেকে নরওয়ে, ফিনল্যান্ড প্রচুর দ্বীপে ভরা রাষ্ট্রের তালিকা নেহাত ছোট নয়। আর এভাবেই বিশ্বজুড়ে এমন অনেক দেশ রয়েছে যার বড় অংশই দ্বীপে ভরা।
এভাবে অনেক দ্বীপ নিয়ে তৈরি রাষ্ট্রের সংখ্যা অনেক হলেও তার মধ্যে সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে যে দেশের সে দেশের নাম শুনলে অবাক হওয়ারই কথা।
দেশটি সুইডেন। বিশ্বের অন্যতম শান্তিতে থাকা দেশ। সুইডেন কিন্তু দ্বীপে ভরা একটি রাষ্ট্র। সুইডেনের ২ লক্ষ ৬৭ হাজার ৫৭০টি দ্বীপ রয়েছে। এই আড়াই লক্ষের ওপর দ্বীপ নিয়ে তৈরি হয়েছে সুইডেন। যার রাজধানী স্টকহোমও বেশ কয়েকটি দ্বীপ জুড়ে তৈরি হয়েছে।
সুইডেনে এমন আড়াই লক্ষের ওপর দ্বীপে কি মানুষ থাকেন? একেবারেই নয়। আসলে সুইডেনের মোটামুটি ১ হাজারটি দ্বীপে মানুষ থাকলেও বাকি দ্বীপে মানুষ বসবাস করেননা। সেগুলি এমনিই মাথা তুলে আছে সমুদ্রের ওপর। এসব দ্বীপের অনেকগুলিই অত্যন্ত ছোট্ট।
সুইডেনের একটা বড় অংশ তাই জঙ্গলে ঢাকা। রয়েছে অগুন্তি দিঘিও। স্ক্যান্ডিনেভিয়ার এই দেশ কিন্তু বিশ্বের অন্যতম শান্তিতে থাকা সমৃদ্ধ রাষ্ট্র হিসাবেই পরিচিত। যেখানকার নাগরিকেরা শান্তিতে জীবন কাটান। ঝুট ঝঞ্ঝাট এ দেশে কম।