লকডাউনে কত চিকেন বিরিয়ানি অর্ডার হয়েছে, জানাল সুইগি
অনলাইন অর্ডারে বাড়িতে খাবার সরাসরি পৌঁছে দেওয়ার সংস্থা সুইগি এবার সামনে আনল চমকপ্রদ তথ্য। লকডাউনে চিকেন বিরিয়ানি থেকে বার্থডে কেক বা ইনস্ট্যান্ট নুডলস কত অর্ডার হল জানাল তারা।
নয়াদিল্লি : লকডাউনে বাইরের খাবারে অরুচি নয়, ভয় ঢুকেছে মানুষের মনে। করোনার ভয়। ফলে লকডাউনের বাজারে বাইরের খাবার এড়িয়ে চলছেন খাদ্য রসিকরাও। উল্টে বেড়েছে বাড়িতে নানা পদ রাঁধার ধুম। কিন্তু তার মধ্যেও অনলাইন অর্ডারে বাড়িতে খাবার সরাসরি পৌঁছে দেওয়ার সংস্থা সুইগি চমকপ্রদ তথ্য সামনে এনেছে। সুইগি জানাচ্ছে লকডাউনে শুধু তাদের কাছেই সাড়ে ৫ লক্ষ চিকেন বিরিয়ানির অর্ডার এসেছে।
অবশ্য শুধু চিকেন বিরিয়ানি বলেই নয়, তাদের কাছে অন্য অর্ডারও এসেছে চমকে দেওয়ার মত। যেমন প্রতিদিনই রাতের খাবারের জন্য অর্ডার এসেছে রাত ৮টার মধ্যে ৬৫ হাজার করে। বার্থডে কেকের অর্ডার এসেছে ১ লক্ষ ২০ হাজার। এছাড়া চকো লাভা কেকের অর্ডার এসেছে ১ লক্ষ ২৯ হাজার। এসেছে গুলাব জামুন, চিক বাটারস্কচ মুস্ কেক-এর একগুচ্ছ অর্ডার।
এর বাইরে প্রচুর অর্ডার এসেছে রেডি টু কুক ইনস্ট্যান্ট নুডলসের। সাড়ে ৩ লক্ষ ডেলিভারি সংস্থা এখনও দিয়েছে। এর বাইরে ৭৫ হাজার বোতল স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ এবং ৪৭ হাজার ফেস মাস্ক ডেলিভারি করেছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা