World

রবিবার কাপড় কেচে রোদে শুকোতে দিলে জেলও হতে পারে এখানে

এ এমন এক জায়গা যেখানে কাপড় কেচে রবিবার রোদে মেলে দিলে বিপদ আছে। জেলও হতে পারে। এমনই কঠোর আইন সেখানকার।

রবিবার ছুটির দিন। সারা সপ্তাহে সময় হয়না বলে অনেক বাড়ির দরকারি কাজ রবিবারই সেরে নেনে মানুষজন। সারা সপ্তাহ ধরে জমে থাকা কাপড়জামা কাচা তারই একটি।

রবিবার ওয়াশিং মেশিনে হোক বা হাতে কেচে তা রোদে শুকোতে দিয়ে দেন সকলে। রোদে সেই কাপড়জামা শুকিয়ে গেলে তুলে নিয়ে সারা সপ্তাহের জন্য গুছিয়ে রাখা হয়। সপ্তাহের মাঝে কাপড় কাচার আর সময় কোথায়?


কিন্তু এই বিশ্বেই এমন এক অতিপরিচিত দেশ রয়েছে যেখানে রবিবার কাপড় কেচে রোদে মেলে দিলে বিপদ আছে। খোলা আকাশের নিচে মেলে দিলে তা স্থানীয় প্রশাসনের নজরে এলে বা কেউ অভিযোগ করে দিলে কিন্তু নিস্তার নেই। বড় সমস্যা হতে পারে তখন। মোটা অঙ্কের জরিমানা তো হবেই, আর তা না দিতে পারলে জেলেও হতে পারে।

নিজের কাপড় কাচার সঙ্গে জেল হওয়ার কি সম্পর্ক? এটা কি অপরাধ? সুইৎজারল্যান্ডে রবিবার কাপড়জামা কেচে খোলা আকাশের নিচে রোদে শুকোতে দেওয়া কিন্তু কার্যত অপরাধ। সেখানকার আইন একে অপরাধ হিসাবেই নেবে।


Switzerland
সুইৎজারল্যান্ড, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

সুইৎজারল্যান্ড সরকার মনে করে, রবিবার হল শুধু আরাম করার দিন। ওইদিন কোনও কাজ নয়। খোলা আকাশের নিচে কাপড় কেচে শুকোতে দেওয়াও নয়। বাগানের ঘাস কাটাও নয়। এমনকি নিজের গাড়ি ময়লা দেখেও তা পরিস্কার করার নয়।

এসব করলেই বিপদ। রবিবার এসব কাজ থেকে তাই সুইৎজারল্যান্ডবাসী নিজেদের দূরে রেখে কেবল শুয়ে বসে পরিবারের সঙ্গে কাটিয়ে বা বাইরে একটু হেঁটে এসে অলস দিন কাটিয়ে দেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button